বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
ভারতীয় শিবসেনারা সোমবার মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডে তাণ্ডব চালায়। তাতে পণ্ড হয়ে গেছে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ও পিসিবিপ্রধান শাহরিয়ার খানের বহুল প্রতীক্ষিত বৈঠকটি। পাকিস্তানি আম্পায়ার আলিম দারকেও তারা ম্যাচ পরিচালনা করতে না দেয়ার হুমকি দেয়।
এই অবস্থায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি সিরিজ থেকে আলিম দারকে প্রত্যাহারের ঘোষণা দেয়। আকরাম ও শোয়েবও নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তীব্র পাকিস্তান বিরোধী শিবসেনা। দুই সপ্তাহ আগে পাকিস্তানের গজলশিল্পী গুলাম আলীর অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল তারা। গত সপ্তাহে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বই প্রকাশের বিরোধিতায় এর উদ্যোক্তা সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লেপে দেয় তারা। এবার আবার মাঠে তারা।
মন্তব্য করুন