বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
মোহাম্মদ কামাল ॥ রামু
দেশব্যাপী ফুটবলকে নবজাগরণে জনপ্রিয় করে গড়ে তোলার জন্য বাংলাদেশের বৃহৎ দৃষ্টিনন্দন ফুটবল ভাস্কর্য নির্মিত হচ্ছে রামুতে। প্রাচীনকাল থেকে ফুটবল ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ রামু উপজেলা। কিংবদন্তি ফুটবলারের ঐতিহ্যকথা আগামী প্রজন্মের কাছে উপস্থাপন ও পর্যটক আকর্ষণ হিসেবে দেশের বৃহৎ ফুটবল ভাস্কর্যটি নিমার্ণের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস চত্তরে ফুটবল ভাস্কর্য নিমার্ণ স্থান পরিদর্শন কালে, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন। তিনি আরো বলেন, রামু হবে আগামী দিনের বাংলাদেশের ব্রাজিল। ফুটবলকে আধুনিকায়ন করতে রামু উপজেলায় নির্মাণ করা হচ্ছে, একলাখ ধারণ ক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক ফুটবল ষ্টেডিয়াম ও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘বিকেএসপি’র ক্যাম্পাস। অচিরেই কক্সবাজার হবে পর্যটন ও ফুটবলের আধুনিক শহর।
ফুটবল ভাস্কর্য নিমার্ণ স্থান পরিদর্শন কালে ফুটবল সংগঠক আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি’র সাথে সাবেক কৃতিফুটবলার মধ্যে ছিলেন, ফুটবল ভাস্কর্য নিমার্ণ কমিটির সভাপতি তরুপ বড়–য়া, সাধারণ সম্পাদক মোঃ নবু আলম, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু, যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ, রামু যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা রাজু বড়–য়া, তুহিন বড়–য়া শানু, প্রবাল বড়–য়া নিশান, উপজেলা যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, জাতীয় শ্রমীকলীগ রামু উপজেলার সভাপতি নুরুল কবির হেলাল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম-সম্পাদক আবু বক্কর, রামু রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক অর্পন বড়–য়া প্রমুখ।
ফুটবল ভাস্কর্য নিমার্ণ কমিটির সভাপতি তরুপ বড়–য়া বলেন, সাংসদ সাইমুম সরওয়ার কমলের উদ্যোগে রামু বাইপাস চত্তরে নির্মিত হচ্ছে বাংলাদেশের বৃহৎ ফুটবল ভাস্কর্য। এ ফুটবল ভাস্কর্যটি নির্মিত হলে পর্যটন শহর কক্সাবাজারের পরিচিতি বিশ্বের কাছে আরো সমৃদ্ধ হবে। ফুটবলে অনুপ্রাণিত হবে নতুন প্রজন্ম। ফুটবল ভাস্কর্যটি নিমার্ণ সম্পন্ন হলে বিশ্বের কাছে নতুন করে পরিচয় ঘটাবে রামু’র ইতিহাস-ঐতিহ্য কথা। আগামীকাল বুধবার দুপুরে সাইমুম সরওয়ার কমল এমপি ফুটবল ভাস্কর্য’র নিমার্ণ কাজ উদ্বোধন করবেন বলেও তিনি জানান।
মন্তব্য করুন