শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
নুরুল হোসাইন , টেকনাফ
টেকনাফে ঝুলন্ত অবস্থায় রোকেয়া বেগম (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করছে পুলিশ। সে পৌরসভার ইসলামাবাদ এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।
গতকাল ১৯ অক্টোবর সোমবার বিকাল ৪টার দিকে পুলিশ বাড়ির থেকে বন্ধ দরজা কৌশলে খুলে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত গৃহবধুর লাশটি উদ্ধার করেন। এর আগে দুপুরে প্রতিবেশীরা সাড়া শব্দ না পেয়ে জানালা থেকে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে। এছাড়া ভবনটির অন্যান্য ফ্লাটের কোন লোকজন ছিলনা।
জানা গেছে, একমাস পূর্বে উভয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করলে পিতা হোছন আহমদ টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেন। বিয়ের পর থেকে পিতার দায়ের করা অভিযোগ তুলে নিতে মেয়েকে প্রায় সময় স্বামী নির্যাতন করতো বলে তার পিতা জানায়। মেয়েকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবী করেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, জসিম উদ্দিনের আরেক স্ত্রী ও সন্তান রয়েছে। লাশ উদ্ধারকারী টেকনাফ মডেল থানার এসআই কাঞ্চন জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
মন্তব্য করুন