বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে-জেলা প্রশাসক ও পুলিশ সুপার

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে-জেলা প্রশাসক ও পুলিশ সুপার

অনলাইন বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি

শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন ও পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। ১৯ অক্টোবর সন্ধ্যায় কালী বাড়ি, স্বরসতি বাড়ি, বঙ্গপাহাড়, ইন্দ্রসেন দূর্গা বাড়ি, হরিজনপাড়া, জাদিরাম পাহাড় ও ঘোনারপাড়ার পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, শারদীয় দূর্গা পূজা সার্বজনীন। সুষ্ঠভাবে পূজা সম্পন্ন করতে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তারা পূজা মন্ডপের যাবতীয় সমস্যার খোঁজ খবর নেন।

পরে ইন্দ্রসেন দূর্গা বাড়িতে মঙ্গল প্রদীপ জালিয়ে পূজার শুভ সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, আনসার-ভিডিপির জেলা কমান্ডার ইব্রাহিম ভূঁইয়া, স্বপন গুহ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক বলরাম দাশ অনুপম, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড, বাপ্পী শর্মা, কালী বাড়ি পূজা কমিটির সভাপতি সুবিমল ভট্টচার্য্য, সাধারণ সম্পাদক অরূণ চক্রবর্তী, স্বরস্বতি বাড়ি পূজা কমিটির সভাপতি সুভাষ ধর, সাধারণ সম্পাদক এড. তাপস রক্ষিত, বঙ্গপাহাড় পূজা কমিটির সভাপতি দূর্জয় বিশ্বাস শান্ত, সাধারণ সম্পাদক অভিষেক ধর অভি, ইন্দ্রসেন দূর্গা বাড়ি পূজা কমিটির সভাপতি বাবন দাশ, সাধারণ সম্পাদক মান্না সেন, জাদিরাম পাহাড় পূজা কমিটির সভাপতি ডাঃ পরিমল, সাধারণ সম্পাদক স্বপন দাশ, হরিজন পাড়া পূজা কমিটির সভাপতি রামপদ পাল, সাধারণ সম্পাদক মিটন পাল, ঘোনারপাড়া পূজা কমিটির সভাপতি স্বপন পাল ও সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM