আলোকিত কক্সবাজার ।। সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৫-১০-১৯ ০৯:০৬:০৬
স্পোর্টস ডেস্ক,
অধিনায়ক হিসেবে ওয়ানডে রানে স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি। আর শতকের একটি মাইলফলকে কুইন্টন ডি কক স্পর্শ করেছেন শচিন টেন্ডুলকারকে।
শনিবার রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ধোনি। বিরাট কোহলির সঙ্গে জুটিতে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত অবশ্য আউট হন ৪৭ রানে। জিততে পারেনি ভারতও।
তবে ওই ৪৭ রানের ইনিংসের পথেই ভারত অধিনায়ক পেরিয়েছেন একটি মাইলফলক। উঠে এসেছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের তালিকায় দুইয়ে।
অধিনায়ক হিসেবে ধোনির রান এখন ছয় হাজার ৩১৩। দীর্ঘদিন ধরে দুইয়ে থাকা সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক ফ্লেমিং নেমে গেছেন তিনে (৬২৯৫)।২১৮টি ম্যাচে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেন ফ্লেমিং, ওই রান করেন ২০৮ ইনিংসে।
ধোনি সাবেক কিউই অধিনায়ককে ছাড়িয়ে গেছেন ৪৯ ইনিংস কম খেলেই। ১৮৪ টি ওয়ানডেতে টস করেছেন ধোনি ব্যাট করেছেন ১৫৯ ইনিংসে।
তালিকার শীর্ষে থাকা রিকি পন্টিং অবশ্য এখনও ধোনির ধরাছোঁয়ার বেশ বাইরে। অধিনায়ক হিসবে ২৩০ ম্যাচে ২২০ ইনিংস ব্যাট করে পন্টিংয়ের রান আট হাজার ৪৯৭।
অধিনায়ক হিসেবে পন্টিংয়ের ২২ শতকও রেকর্ড। দুইয়ে থাকা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির শতক ১১টি।
অধিনায়ক-ব্যাটসম্যান হিসেবে আরেকটি রেকর্ডেও দুইয়ে আছেন ধোনি। কমপক্ষে ১ হাজার রান করা অধিনায়কদের মধ্যে ধোনির ব্যাটিং গড় ইতিহাসের দ্বিতীয় সেরা, ৫৬.৮৭। চোখধাঁধানো গড় নিয়ে এই রেকর্ডের শীর্ষে এবি ডি ভিলিয়ার্স, ৬৭.৫৭!
ব্যাট হাতে বেশ কিছু অতিমানবীয় কীর্তি গড়া ডি ভিলিয়ার্স অধিনায়কত্ব করেছেন মাত্র ৭৪ ম্যাচ। এতেই ১০ শতকসহ ১১২.০৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিন হাজার ৬৪৯!ধোনির মাইলফলকের আগে শনিবার রাজকোটের ম্যাচে এক তরুণ প্রতিভা ছুঁয়েছেন এক কিংবদন্তিকে। ১০৩ রানের দারুণ এক ইনিংস খেলে ডি কক দক্ষিণ আফ্রিকাকে গড়ে দেন শক্ত ভিত। ৫০তম ওয়ানডেতে ডি ককের এটি সপ্তম ওয়ানডে শতক।
সাত শতকের চারটিই করেছেন তিনি ভারতের বিপক্ষে, মাত্র ৭ ইনিংসে! স্পর্শ করেছেন কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে কম ইনিংসে ৪ শতকের রেকর্ড। এর আগে কেনিয়ার বিপক্ষে ৭ ইনিংসে ৪ শতক ছিল টেন্ডুলকারের।
দ্রুততম ৭ শতকের রেকর্ডে অবশ্য ডি কক ছাড়াতে পারেনি তার এক সতীর্থকে। ৫০ ইনিংসে ৭ শতক করলেন ডি কক। ৪১ ইনিংসে ৭ শতকের বিশ্বরেকর্ড হাশিম আমলার। পাকিস্তানের জহির আব্বাস ৭ শতক করেছিলেন ৪২ ইনিংসে।