শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
মোস্তফা কামালঃ
চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারের যাত্রী ছাউনীতে ১৮-২০ দিন ধরে অবস্থানরত অপরিচিত পর্দাশীল মহিলাটির অবশেষে পরিচয় মিলেছে।
গত কাল ১৭ অক্টোবর শনিবার রাত ৮টার দিকে স্থানীয়রা মহিলাটির সাথে থাকা তার কাপড়ের ব্যাগ তল্লাশি করে ব্যাগ থেকে মহিলা এবং তার স্বামীর জাতীয় পরিচয় পত্র ও জাতীয়তা সনদ পত্র উদ্ধার করে। এতে জানা যায়, সে, পেকুয়া উপজেলার ৪নং পেকুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব গোয়ালখালী টেকপাড়া এলাকার মৃত মোস্তাক আহামদের পূত্র আমির হামজার স্ত্রী বুলবুল আক্তার(৩৫) বলে জানা যায়। এ সময় স্থানীয় বাজারের লোকজন উক্ত মহিলার কাছে সে এখানে এভাবে অবস্থান নেওয়ার কারণ কি জানতে চাইলে, ভোক্তভোগী মহিলা বুলবুল আক্তার চোখের পানি ছেড়ে দিয়ে অভিযোগ করে বলেন, তার স্বামী ও পরিবারের লোকজন তাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। তিনি বলেন এ অবস্থায় কোন উপায় না দেখে এখানে এসে মৃত্যুর অপেক্ষায় দিন গুণতেছেন। বর্তমানে সে ১৮-২০ দিন ধরে মহিলাটি কোন ধরণের খাদ্য না খাওয়ায় তার শারিরিক অবস্থার অবনতি খুবই খারাপ হয়ে এসেছে। মহিলাটি যে কোন মুহুর্তে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারে। উক্ত বিষয়ে ইতো পূর্বে কয়েকবার পত্রিকায় লেখালেখি হয়েছে। কিন্তু তার কোন আত্মীয় স্বজনরা তাকে উদ্ধারে ছাড়া দেয়নি। এ ব্যাপারে মালুমঘাট বাজার এলাকার স্থানীয়রা উক্ত মহিলাকে উদ্ধারে চকরিয়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন