বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের সৈকতপাড়ার কটেজ জোনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ নুর (৪২) নামে কটেজ ব্যবসায়ী আহত হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার রাত ১১ টার দিকে এ ঘটন ঘটে।
আহত ব্যবসায়ী ওই এলাকার মৃত নজির হোসেনের ছেলে এবং সৈকত বিলাস কটেজ এর মালিক।
গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোহাম্মদ নুর জানান, ঘটনার সময় তিনি নিজ কটেজের সামনে দাঁড়িয়ে ম্যানেজারের সথে কথা বলছিলেন। এ সময় একদল স্বশস্ত্র লোক অতর্কিত এসে তার উপর আক্রমণ করে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় আহতের বোন খালেদা আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে গতকাল শনিবার কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছে।
মন্তব্য করুন