সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

ইউনেস্কোতে বাংলাদেশের প্রস্তাব অনুমোদন

ইউনেস্কোতে বাংলাদেশের প্রস্তাব অনুমোদন

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে জাতিসংঘের আওতায়  ‘ইউনেস্কো ক্যাটাগরি-২ ইনস্টিটিউট’-এর মর্যাদা দানে বাংলাদেশের একটি প্রস্তাব অনুমোদন করেছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত ইউনেস্কো’র ১৯৭তম নির্বাহী বোর্ডের সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় সর্বসম্মতভাবে গৃহীত এ প্রস্তাবের ব্যাপারে বলা হয়, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাষা বৈচিত্র্য এবং মাতৃভাষায় কথা বলার ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ অঞ্চল ও বিশ্বে একটি জ্ঞান চর্চা ও গবেষণার কেন্দ্রে পরিণত হবে’।

নির্বাহী বোর্ডের এই সিদ্ধান্ত আগামী ৩ থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনেস্কোর সাধারণ অধিবেশনে অনুমোদিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্যারিসে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো জাতিসংঘের অন্তর্ভুক্ত কোন প্রতিষ্ঠানের স্বাগতিক দেশ হতে যাচ্ছে বাংলাদেশ।

ইউনেস্কো নির্বাহী বোর্ডের এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, ইউনেস্কো বাংলাদেশ ন্যাশনাল কমিশনের সচিব মনজুর হোসেন,  বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি মো. হযরত আলী খান ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM