মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
টেকনাফ বিজিবি’ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ মায়নমারের ১ নাগরিককে আটক করা হয়েছে। ১৭ অক্টোবর সকালে ১ নং সুইচ গেইট গফুর মেম্বারের প্রজেক্ট এলাকার নাফ নদী থেকে ইয়াবসহ তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো: রশিদ(২৫)। তিনি মায়নমারের মংডু’র সুদার পাড়া এলাকার মৃত আব্দুর শুক্রুর’র পুত্র।
৪২ বিজিবি’র উপপরিচালক মাজাহারুল আলম জানিয়েছেন, ১ নং সুইচ গেইট’র দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্ট নাফ নদীর কেওড়া বাগানে ইয়াবা পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার মো: শামছুল আলম সেখানে ওৎপেতে থাকে। এসময় এক ব্যক্তি উক্ত স্থানে আসলে বিজিবি’র সদস্যরা তাকে ধরে ফেলে। এ সময় তার শরীর তল্লাসি চালিয়ে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে আটক ব্যক্তিকে মাদক দ্রব্য আইনের ধারায় মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন