শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

রাবি’র ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রাবি’র ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

আগামী ৯ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিট জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর ১টা থেকে ২টা ‘বি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত
‘বি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১০ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘ই’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘ই’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের জোড় রোল নম্বরধারী ও সব অবাণিজ্য শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১১ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘এইচ’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১২ নভেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘সি’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ‘জি’ ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত
হবে। ওই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘আই’ ইউনিটের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। ভর্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে (www.ru.ac.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM