শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজার-চট্টগ্রাম মহা-সড়কে দূর্ঘটনায় নিহত-১

কক্সবাজার-চট্টগ্রাম মহা-সড়কে দূর্ঘটনায় নিহত-১

অনলাইন বিজ্ঞাপন

ওয়াহিদ রুবেল:

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা গুচ্ছ গ্রাম নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো চারজন। মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটেছে। রামু থানা পুলিশ নিহত  ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেন নি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি ব লেন, চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাসের (নাম্বার-১১১-২৭৭) সাথে কক্সবাজারমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত অন্তত চারজনকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রামু থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতাল ও রামু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM