মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের জামছড়ি গ্রামে শুক্রবার দুপুর ২টায় অভিযান চালিয়ে ফের ১৩.১২ ঘনফুট অবৈধ গুদাকাঁঠ বোঝাই জীপ গাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
৩১ বিজিবি ব্যটালিয়ানের হাবিলদার সাইদুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত কাঠ ও জীপ গাড়ীর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৩৩ হাজার টাকা। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত কাঠগুলো স্থানীয় বনবিট অফিসে হস্তান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি জোন ও ৩১ বিজিবি ব্যটালিয়ানের পরিচালক লে.কর্ণেল হাসান মোরশেদ পিএসসি জি প্লাস অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ কাঠ, চোরাচালন ও মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান তৎপরতা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন