মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে নিরাপত্তা বেষ্টনী।
এদিকে ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় শহরের পূজা মন্ডপ গুলোর প্রতিমা তৈরি ও সামগ্রিক প্রস্তুতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। তিনি জেলার বেশীর ভাগ প্রতিমা যেখানে তৈরি করা হচ্ছে (অর্থ্যাৎ স্বরসতী বাড়িতে) গিয়ে সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন।
তিনি পূজার নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, এডভোকেট তাপস রক্ষিত, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, বিশ্বজিত পাল বিশু, স্বপন দাশ, স্বপন গুহ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, এড. বাপ্পী শর্মা, বিপ্লব মল্লিক, দুলাল দাশ, সুবীর চৌধুরী, রুপন মল্লিক প্রমুখ। এরপর শহরের অন্যান্য পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শনে যান সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন।
মন্তব্য করুন