পরামর্শই দিয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ডের বাবা।
নেইমার সিনিয়র স্পেনের টিভি চ্যানেল কুয়ার্তোকে বলেন, “মানুষ শান্ত হতে পারে। নেইমার বার্সেলোনাতেই থাকছে। বার্সেলোনার সঙ্গে আমাদের কোনো সম্মতিতে পৌঁছানোর প্রয়োজন নেই। তাদের সঙ্গে এখনও নেইমারের তিন বছরের চুক্তি আছে।”
নেইমারের বার্সেলোনা ছাড়ার প্রসঙ্গ এর আগে বার্সেলোনা সভাপতিও উড়িয়ে দেন। জোসেপ মারিয়া বার্তেমেউ তখন জানান, অল্প কিছুদিনের মধ্যেই ব্রাজিলের এই ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করবে তার ক্লাব।
মাম্পসের সমস্যা কাটিয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষের ম্যাচ দিয়ে বার্সেলোনার হয়ে ২০১৫-১৬ মৌসুম শুরু করেন নেইমার। ওই ম্যাচেই দলের পাওয়া ২-১ ব্যবধানের জয়ে এক গোল করেন তিনি।
২৩ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা অবশ্য ভালো হয়নি। এএস রোমার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের জালের নাগাল পাননি তিনি; বার্সেলোনা ম্যাচটি ১-১ গোলে ড্র করে।
মন্তব্য করুন