বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
বান্দরবানের রুমার সীমান্তঞ্চলে সেনাবাহিনীর অভিযানে একটি হ্যান্ড গ্রেনেড, রাইফেল, ম্যাগজিন, ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জেলার রুমা উপজেলার সেপ্রু পাড়ার অদূরে মিয়ানমারের সীমান্ত এলাকায় শুক্রবার সকালে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী জানান, বান্দরবানের সীমান্তঞ্চলগুলোতে সেনাবাহিনীর সন্ত্রাস দমন অভিযান চলছে। অভিযানে সন্ত্রাসী আস্তানা থেকে হ্যান্ড গ্রেনেডসহ বিপুল অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, সন্ত্রাস দমন অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী রুমা উপজেলার মিয়ানমার সীমান্তঞ্চলে অভিযান চালাচ্ছে। শুক্রবার সকালে সেপ্রু পাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর প্রায় দুইশ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের গোপন আস্তানা থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি রাইফেল, সাতটি ম্যাগজিন, একটি ওয়াকিটকি সেট, ২২২ রাউন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
কালের কণ্ঠ
মন্তব্য করুন