মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

লন্ডনে বসেও মা-ছেলে ষড়যন্ত্র করছেন : মায়া

লন্ডনে বসেও মা-ছেলে ষড়যন্ত্র করছেন : মায়া

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান লন্ডনে বসেও ষড়যন্ত্র করছেন। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আগামী ১৮ অক্টোবরের আলোচনা সভা সফল করতে বর্ধিত সভা করা হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

মায়া বলেন, মা-ছেলে দুজনে এখন লন্ডনে। চিকিৎসার নাম করে দুজনে মিলে ষড়যন্ত্র করছে। আমরা দোয়া করি, তাদের ভালো হোক। রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্রে বিশ্বাস করুক। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সঙ্গে তারা একাত্মতা প্রকাশ করুক।

তিনি আরো বলেন, এর আগে টানা ৯২ দিন আন্দোলনের নামে দেশের মানুষকে তারা জিম্মি করেছে। মানুষ হত্যা করেছে। কিন্তু কিছুই করতে পারেনি। এখন বিদেশে বসে দেশে কী করে বিদেশিদের হত্যা করা যায় সেই ষড়যন্ত্রে মেতেছ। দুজন বিদেশি হত্যাকাণ্ডের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

কালের কণ্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM