বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স ॥
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় ১৫২ লিটার চোলাই মদ ও প্রায় তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বাংলানিউজকে জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৯৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামী ১৩জন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ৮০জন।
এছাড়া মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয় বলে জানান তিনি।
মন্তব্য করুন