বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের বাজারে অনেক প্রতিষ্ঠান আছে যারা মাছ প্যাকেটজাত করে বিক্রি করে। স্থানীয়দের চাহিদার যোগান মেটাতে টুনা মাছ বিক্রি হয় বেশি। এখন কথা হলো কীভাবে তাহলে ডলফিন মারা যায়?
টুনা মাছ ডলফিনের প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। তাই তারা এই মাছগুলোর পিছনে ছুটে বেড়ায় কিংবা টুনাগুলোর আশপাশে থাকে। আর এই সুযোগ কাজে লাগায় জেলেরা। তারা জানে ডলফিনের আশপাশে টুনা মাছ পাওয়া যাবে। সেখানেই তারা জাল ফেলে। এসময় তাদের জালে আটকা পড়ে ডলফিন।
এক প্রতিবেদনে দেখা যায়, প্রতি বছর জালে আটকা পড়ে মারা যায় কমপক্ষে ৩ লাখ ডলফিন।
আরেকটি পদ্ধতি হলো ফিশ অ্যাগ্রাভেটিং নামক এক যন্ত্র। এই যন্ত্রটির মাধ্যমে ছোট মাছকে আকৃষ্ট করা হয়। যন্ত্রটির নীচে ফুটবলের মতো গোলাকার সুবিশাল একটি জাল থাকে। যখন মাছগুলো এই জালের উপরে একত্রিত হয় তখন এই ছোট মাছের ঝাঁক বড় মাছকে আকৃষ্ট করে। আর এসময়ই জাল উঠিয়ে ফেলা হয়।
এসব জালেও আটকা পড়ে বা আহত হয়ে মারা যায় অনেক ডলফিন। আর প্রতিবছর এভাবে প্রায় এক মিলিয়ন ডলফিন মারা যায়।
মন্তব্য করুন