আলোকিত কক্সবাজার ।। সংবাদটি প্রকাশিত হয়ঃ ২০১৫-০৯-১৯ ১১:১৪:২২
আলোকিত কক্সবাজার ডেক্স:
গত কয়েক মৌসুম ধরেই সেরার লড়াইটা চলছে লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে। নেইমারের পারদর্শীতা নিয়েও কথা ওঠে মাঝে মধ্যে; তবে সেরার প্রশ্নে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে একটু পিছিয়েই রাখেন বোদ্ধারা। রবের্তো কার্লোস অবশ্য এ দলে নেই; তার মতে মেসি-রোনালদোর চেয়ে নেইমার আরও ভালো।
বশেষ পাঁচটি ব্যালন ডি’অরের সবগুলোই ভাগ করে নিয়েছেন মেসি ও রোনালদো। বার্সেলোনা ফরোয়ার্ড তিনটি আর পর্তুগিজ তারকা জিতেছেন দুটি। এই পাঁচবার সেরা তিনেও ছিলেন না নেইমার। কার্লোস অবশ্য এসব পরিসংখ্যানকে পাত্তা দিচ্ছেন না খুব একটা।
এএসকে ব্রাজিলের এই কিংবদন্তি লেফট ব্যাক বলেন, “সবাই সবসময় মেসি ও রোনালদোর সেরা কিনা, তা নিয়ে কথা বলে কিন্তু আমার কাছে সেরা নেইমার।”
“বার্সেলোনাতে আমরা যে নেইমারকে দেখি, সেটাই তার সেরা রূপ”, ব্রাজিলের অধিনায়ক করে নেইমারের কাঁধে অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ করে আরও যোগ করেন কার্লোস।
বার্সেলোনায় নেইমারের সেরাটা দিতে পারার কারণটাও ব্যাখ্যা করেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের এই সাবেক খেলোয়াড়। মেসি ও লুইস সুয়ারেসের মতো সতীর্থ পাশে পাওয়ায় নেইমার আরও সাচ্ছ্বন্দ্য নিয়ে খেলতে পারে বলে মনে করেন তিনি।
“ব্রাজিলের নেইমারের চেয়ে বার্সেলোনার নেইমার অনেক কিছু করে। কেননা, দলটা (বার্সেলোনা) অনেক বেশি প্রতিষ্ঠিত। (অন্যদিকে) পরের কোপা আমেরিকার জন্য ব্রাজিল গড়ে উঠতে শুরু করেছে।”