শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক॥
টেকনাফের শামলাপুর থেকে তালিকাভুক্ত মানবপাচারকারী অলি আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের শামলাপুর ইউনিয়নের জাহাজপুরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অলি আহমদ (৫০)শামলাপুর ইউনিয়নের জাহাজপুরা এলাকার বদিউজ জামান ফকিরের ছেলে।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেপ্তার অলি আহমদ তালিকাভূক্ত মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরে আসার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অলি আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হচ্ছে।
মন্তব্য করুন