সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
মোস্তফা কামালঃ
চট্টগ্রাম কক্সবাজার মহা সড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা-কচ্ছপিয়ায় যাত্রী ভর্তি চাঁদের গাড়ী (জীপ) মালামাল ভর্তি পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে নারী সহ অন্তত আরো ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
আহতদের চকরিয়া উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ অক্টোবর দুপুর ১টার দিকে ঘটেছে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঈদগাও অলীয়াবাদ এলাকার মৃত ছমিউদ্দিনের পূত্র আব্দু ছুবাহান (৬০), চকরিয়া উপজেলার খুটাখালী সিকদার পাড়ার মোঃ কালুর পুত্র মোঃ সাজিদ মিয়া (২২) ও খুটাখালী মেধা-কচ্ছপিয়া এলাকার মৃত মোজাহার আহামদের পুত্র আনোয়ার হোসেন (৭০)।
সূত্র জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহা সড়কের খুটাখালী মেধা-কচ্ছপিয়া এলাকায়, চট্টগ্রাম মুখী যাত্রী ভর্তি চাঁদের গাড়ী (জীপ) ঢাকা- ভ-১১২৬, কক্সবাজার মুখি মালামাল ভর্তি পিকআপ চট্টমেট্রো- ন-১১-৪১০৫। গাড়ী মুখোমুখি সংঘর্ষে যাত্রীভর্তি জীপটি ডুমড়ে-মুছড়ে যায়। এতে নারীসহ অন্তত ১২ জন যাত্রী গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ২জনকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে আহতদের মধ্যে আরো ১জনের মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি মালুমঘাট হাইওয়ে পুলিশ আটক করেছে। এব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট আনোয়ার হোসেন জানান, সড়ক দূর্ঘটনার গাড়ি ২টি আটক করা হয়েছে। দূর্ঘটনায় নিহত ৩জন ও আহতদের সবার পরিচয় পাওয়া গেছে। এব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন