বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

বৃহস্পতির নতুন ছবি প্রকাশ করলো নাসা

বৃহস্পতির নতুন ছবি প্রকাশ করলো নাসা

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥
বৃহস্পতির নতুন ছবি প্রকাশ করলো নাসা। তাতে দেখা যাচ্ছে, বৃহস্পতির গায়ের লাল ছোপ ক্রমশ ছোটো হয়ে আসছে। আর তার জেরেই চিন্তায় পড়েছেন নাসা গবেষকরা। তাঁদেরও এই লাল ছোপ ছোটো হয়ে যাওয়ার সঠিক কারণ জানা নেই।

নাসা সূত্রে খবর, নাসা বৃহস্পতির যে ছবি প্রকাশ করেছে তা মিলেছে গ্রহের বহির্জাগতিক পরিমণ্ডল গবেষণার দ্বারা। হাবেল স্পেস টেলিস্কোপের সাহায্যের গ্রহের পৃষ্ঠদেশের ছবি তোলা হয়। সেই ছবিই দেখাচ্ছে লাল ছোপ ক্রমশ ছোটো হচ্ছে। ১৮০০ সালে তোলা ছবিতে দেখা গিয়েছে এই লাল ছোপের আয়তন এতটাই বড় যে এর মধ্যে তিনটি পৃথিবী ঢুকে যেতে পারে। গত মে মাসের ছবিতে দেখা যায় আয়তন কমে এসে হয়েছে ১৬,৪৯৬ কিলোমিটার। তবে এদিনের ছবিতে লাল ছোপের আয়তন একধাক্কায় কমে হয়েছে ২৪০ কিলোমিটার।

এই লাল ছোপ তৈরি হয় গ্রহের পৃষ্ঠদেশের ঝড়ের ফলে। তিনশো বছরের টানা ঝড় তৈরি করেছিল এই লাল ছোপ। আগামীদিনে এই লাল ছোপ ছোটো হয়ে আসার ঘটনা গ্যাসের পিণ্ড বৃহস্পতি সম্পর্কে অনেক নতুন তথ্য দেবে বলে ধারণা করছেন গবেষকরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM