বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

বান্দরবানে একে ৪৭-বিদেশি পিস্তলসহ আটক ৩

বান্দরবানে একে ৪৭-বিদেশি পিস্তলসহ আটক ৩

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

পার্বত্য জেলা বান্দরবান থেকে অস্ত্র-গোলাবারুদসহ তিন অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে বান্দরবান সদরের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে আছে তিনটি একে ৪৭ রাইফেল ও দু’টি ম্যাগজিন, দুইটি বিদেশি পিস্তল ও দু’টি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি।

অভিযানে থাকা র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন উপজাতীয় অস্ত্র বিক্রেতাকে আটক করেছি।  তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM