বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
বার্তা পরিবেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল পরিচালনা করেন কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।
দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত রোগ মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। একই সাথে বেগম খালেদা জিয়া যেন দ্রুত দেশে ফিরে স্বৈরাচারি সরকার পতন আন্দোলনে নেতৃত্ব হাতে নিতে পারেন তার জন্যও মহান আল্লাহর দরবারে আকুতি পেশ করা হয়।
জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় এই মিলাদ ও দোয়া মাহফিলে ছাত্রদল নেতারা বলেন, ‘দেশকে স্বৈরাচার মুক্ত করতে হলে এই মুহুর্তে খালেদা জিয়াকে দেশের মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। তিনিই এই সরকারের পতন আন্দোলনে নেতৃত্ব দেয়ার যোগ্য নেত্রী।’
তারা মনে করেন, খালেদা জিয়াকে যতদ্রুত আল্লাহ আরোগ্য দেবেন ততই দেশের মানুষের জন্য মঙ্গল। নয়তো এই দেশের নিপীড়িত নিস্পেষিত মানুষের ভাগ্যের চাকা সচল হতে আরও বহু সময় অপেক্ষা করতে হতে পারে।
তারাও মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য আকুল প্রার্থনা করেন।
এই সময় হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী ছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার রোমন, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন রবিন, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম আহবায়ক ফাহিমুর রহমান, কানন বড়–য়া, হারুনুর রশিদ, আশরাফ ইমরান ও আবদুল্লাহ আল মামুন রিয়াদ, কক্সবাজার সিটি বিশ্ববিদ্যালয় কলেজ আহবায়ক সাইফুর রহমান নয়ন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শামসুল আলম, ইয়াছিন আরাফাত খোকন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ জাহেদ, ক্যাম্পাস সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জাইনুদ্দিন জনি, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, রামু উপজেলা শাখা সভাপতি জহির আলম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আহবায়ক এইচ এম রায়হান উদ্দিন, আইন কলেজ সাধারণ সম্পাদক করিম তাজ। এছাড়াও জেলা ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন মোহাম্মদ মুরাদ, হারুনুর রশিদ, আবদুল আলীম, শাহিনুল কাদের লিমন, ফারুক আজম, কাজী মহিউদ্দিন মো. তারেক, সাইদুর রহমান সিকদার, মোহাম্মদ রোম্মান, মুজিবুর রহমান রানা, আসিফুর রহমান, আবদুল্লাহ আল মামুন, আলী আকবর, আবদুল হামিদ, মোহাম্মদ ইনজামাম, রহিম উল্লাহ, রিজভী খান, মোহাম্মদ জয়নাল, মনজুর আলম, মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ রাশেদ, আরিফ, ইরফান, বিজয়, বাপ্পী, আসিফ, সোহেল, বাবু, মারুফ, জিয়াউল হক আকাশ, নুরুল আবছার, রাব্বী, ওসমান গণি, আবদুর রহমান, সালাহউদ্দিন, আসাদ উল্লাহ, মিজানুর রহমান, রাশেদ, আবদুল কাদের, বেলাল উদ্দিন, রাসেল, শুক্কুর, নাজমুল, আজিজ, নুরুল হক, মোহাম্মদ রুস্তম, ইয়াসিন আরাফাত, ইমতিয়াজ, হিরু, সাইফুল ইসলাম, রিফাত, মোহাম্মদ কামরুল, মোসলেম উদ্দিন বাবু, এরফান, শাহাব উদ্দিন, একরাম, মোহাম্মদ মোমেন, নাজিম, পারভেজ, ছোটন, বশর, লোকমান, রমিজ, বাবু, রামু কলেজ ছাত্রদল নেতাদের মধ্যে আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ সালমান শাহ আবির, ইমরান হোসেন মুন্না, শাহেদুল ইসলাম, আনছার উল্লাহ প্রমূখ।
এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিভিন্ন উপজেলায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে-
মহেশখালী ছাত্রদল॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারর্পাসন, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত দোয়া মাহফিলের অংশ হিসেবে ছাত্রদল মহেশখালী উপজেলার উদ্দোগে মহেশখালী উপজেলা বিএনপি’র কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি’র সভাপতি এড: নুুুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মকছুদুল আলম নিরু, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মনজু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মৌ: আবদুল গফুর। দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সহ-সভপতি মো: কাসেম, সাংগঠনিক সম্পাদক মো: সালাহউদ্দিন, পৌর ছাত্রদল নেতা আবু ফয়সাল, শাপলা পুর ছাত্রদল আহবায়ক নুরুল আবছার নয়ন, উপজেলা ছাত্রদল নেতা মো: সাইফুল ইসলাম, মুবিনুল ইসলাম সৈকত, মো: শাহাজাহান, ফয়সাল কিবরিয়া, মো: এবাদুল হক, শাকের উল্লাহ, মো: আবিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ডা: ফিরোজ আহমদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাস্টার কবির আহমদ, হোয়ানক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন