বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

আবদুল গাফফার চৌধুরী, এই কালাকানুন আরও আগে বাতিল হওয়া উচিৎ ছিল

আবদুল গাফফার চৌধুরী, এই কালাকানুন আরও আগে বাতিল হওয়া উচিৎ ছিল

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স:

Abdul-Gaffar-Choudhury1শেষ পর্যন্ত বাংলাদেশে বিড়ালের গলায় একটি ঘন্টা বাঁধা হয়েছে। অর্থাৎ অকারণ মুষিক-হত্যা বন্ধ করার
একটা ব্যবস্থা হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ‘অপারেশন ক্লিন হার্ট’ নামে পরিচালিত সরকারি অভিযানটির দায়মুক্তি দিয়ে করা আইনটি হাই কোর্ট ‘সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক’ আখ্যা দিয়ে বাতিল ঘোষণা করেছেন। হাই কোর্টের এই রায়ে বলা হয়েছে, যৌথ বাহিনীর ওই অভিযানের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ফৌজদারি ও দেওয়ানি মামলা করতে পারবেন এবং হাই কোর্টে রিট আবেদনও করতে পারবেন।

বিএনপি-জামায়াত সরকার যৌথ বাহিনীকে আইনের উর্ধ্বে স্থান দিয়েছিল এবং অকারণ ও অবৈধ হত্যারও দায়মুক্তি দিয়েছিল। সে আমলে মাত্র চার মাসের অভিযানেই অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়। যৌথ বাহিনী দাবি করেছিল, তারা সকলেই হৃদরোগে মারা গেছে। র‌্যাবের হাতেও যত মৃত্যু ঘটেছে তাকে ‘ক্রস ফায়ারিং’এ বলে দাবি করা হয়েছে।

আমার অনেক পাঠকেরই স্মরণ থাকার কথা, বঙ্গবন্ধু সরকারের আমলে সর্বহারা পার্টির সন্ত্রাসী নেতা সিরাজ শিকদার পুলিশের অভিযানে বন্দি হওয়ার পর মারা যান। একে ‘বিচার-বহির্ভূত হত্যা’ আখ্যা দিয়ে সারাদেশে হৈ চৈ পড়ে গিয়েছিল। এখনও বঙ্গবন্ধু সরকারকে সমালোচনা করার জন্য সিরাজ শিকদারের হত্যাকাণ্ডটি বড় করে সামনে তুলে আনা হয়।

 


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM