শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:২২ অপরাহ্ন
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একটি সংবাদ সম্মেলনে এই কথা জানালেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তার দেয়া তথ্য অনুসারে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে দলে নিয়েছে ঢাকা ডিনামাইটস। ওয়েস্ট ইন্ডিজের গেইলকে নিয়েছে বরিশাল বুলস। শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানকে দলে টেনেছে চিটাগাং ভাইকিংস। পাকিস্তানের শহীদ আফ্রিদি খেলবেন সিলেট রয়্যালস দলে। আফ্রিদি এর আগে খেলেছেন ঢাকার হয়ে।
আর শ্রীলঙ্কার থিসারা পেরেরা হয়েছেন রংপুর রাইডার্সের। খেলোয়াড় টানার দৌড়ে একটু এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা দলে নিয়েছে পাকিস্তানের শোয়েব মালিক ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনকে।
বিপিএলের বেধে দেয়া তালিকা থেকেই খেলোয়াড় টানতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে। তবে এর বাইরে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে খেলোয়াড় টানার সুযোগটা বিপিএল দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে। অবশ্য বেধে দেয়া ৭০ হাজার ডলারের বেশি পারিশ্রমিক দেয়ার দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেবে না। আগামী ২০ নভেম্বর শুরু হবে তৃতীয় বিপিএল। ১৫ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
মন্তব্য করুন