বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে ৫ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৫

চট্টগ্রামে ৫ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৫

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স॥

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে প্রায় ৫ লাখ পিস ইয়াবাসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় বঙ্গোপসাগরের বহিনোঙ্গরে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালান জব্ধ করা হয়। এসময় মাঝিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়ার ইয়াবার মূল্য ২০ কোটি ৪০ লাখ টাকা। গ্রপ্তাররা হলেন- নৌকার মাঝি ফরিদ আলম (৩৫) ও আবুল কালাম (৩০)। তারা আনোয়ারা উপজেলার গহিরা এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, কক্সবাজারের টেকনাফ থেকে নদী পথে ইয়াবার বিশাল একটি চালান আনার খবর পেয়ে মঙ্গলবার রাত থেকে পাহাড়ায় ছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। বুধবার নৌকাটি বঙ্গেপসাগরের বহিনোঙ্গরে নৌকাটি আসা মাত্রই অভিযান চালিয়ে মাঝিসহ ২ জনকে আটক করে নৌকা তল্লাশি করে ইয়াবার বিশাল এ চালান উদ্ধার করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM