মোস্তফা কামালঃ
চকরিয়া উপজেলার মালুমঘাট যাত্রী ছাউনীতে প্রায় ৫৫ বছর বয়সের পর্দাশীল এক মহিলা নিরবে বসে রয়েছে কয়েকদিন ধরে।
স্থানীয়রা গত ১২ অক্টোবর রাত ১১টার দিকে মহিলাটির কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি কোন কথার জবাব দেয়নি।
ডিউটিরত চকরিয়া থানা পুলিশ এস.আই ফারুক মহিলাটিকে চাচি আপনি কোথায় যাবেন, আপনার বাড়ি কোথায়, এভাবে কয়েকবার তার পরিচয় জানার চেষ্টা করলে মহিলা তার বাড়ি পেকুয়া বলে কথা শেষ করেন।
মহিলাটির হাতে ১টি কাপড়ের ব্যাগ রয়েছে। মহিলাটির কোন আত্মিয় স্বজন তার সন্ধান পেতে চান উক্ত ঠিকানায় যোগাযোগ করলে তাকে পাওয়া যাবে।