মহেশখালী প্রতিনিধি॥
ছোট মহেশখালী ইউনিয়নের ১জেলে নিহত জানাযায় মানুষের ঢল।
ঘটনাটি ঘটেছে ১০ অক্টোবর বিকাল ৩ টার দিকে বঙ্গোপসারের গুলিরদ্দার নামক স্থানে ফিশিং বোটের জোড়া ঘাড়ানোর সময় উপরের অংশ ভেঙ্গে মাথায় পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায়। বোটের মালিক পৌরসভা পুটিবিলা এলাকার দাসীমাঝি এলাকার বাসিন্দা ছব্বির বহদ্দার। নিহত আবুল হোছেন (৪৫) ছোট মহেশখালী লম্বাঘোনাস্থ মাইজপাড়া এলাকার মৃত কালা মিয়ার পুত্র।
তার ১ স্ত্রী হাজেরা খাতুন, কন্যা তৈয়বা বেগম, তৌহিদা বেগম, ছেলে জয়নাল আবেদীন, আলা উদ্দিন ও মাহিম উদ্দিন।নিহত আবুল হোছনের পরিবারের অসহায়ত্বের জীবনযাপন চলছে সকলের সহযোগীতা প্রয়োজন।
সে ইউনিয়ন যুবলীগের সদস্য ও মৎস্যজীবিলীগের ইউনিয়ন সদস্য।