বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
হেলাল উদ্দিন, কক্সবাজারঃ
দূর্নীতি প্রতিরোধে কক্সবাজারে সকল সরকারী দপ্তরে অন্তত মাসে একবার জবাবদিহিতা মূলক গনশুনানির আহ্বান জানিয়েছেন দূর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাছির উদ্দিন আহমের।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত দূর্নীতি প্রতিরোধ বিষয়ক সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি আরো বলেন, সরকারী দপ্তরে দুর্নীতি কমাতে সবাইকে আরো দায়িত্বশীল হতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপত্বিতে অনুষ্টিত সভায় পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এবং বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন