মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন

কক্সবাজার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজার থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: ফেরদৌস আলী বলেছেন, আসন্ন দূর্গা পূজা উৎসবে জেলায় ব্যাপী কঠোর নিরাপত্তা বলয় জোরদার করবে পুলিশ। পূজায় বিঘœ ঘটে এরক কোন কর্মকান্ড বা বিঘœ সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। এই জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এক কথা বলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ (সদর সার্কেল) ছত্র ত্রিপুরা।

অন্যান্যের মধ্যে উপস্থি ছিলেন, ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দীপক দাশ, কমিউনিটি পুলিশের পৌর সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন সেতু, সদর উপজেলা সাধারণ সম্পাদক এড. ছৈয়দ রেজা রহমান, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন দাশসহ জেলার সব পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, কক্সবাজার পৌরসভার হাসপাতাল সড়ক থেকে ঘোনার পাড়াকে ক্রাইমজোন বিবেচনায় রেখে ওইসব এলাকায় পূজা চলাকালে মোটর সাইকেল নিয়ে ১২টি পুলিশ টিম টহলে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টেও পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃংখলা কমিটির সদস্যরা নিয়োজিত থাকবেন।
একই সাথে সুষ্ঠুভাবে পূর্জা সম্পন্ন করতে জেলার সর্বস্থরের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM