সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ মঙ্গলবার এক রাজকীয় ডিক্রিতে এই ক্ষতিপূরণের ঘোষণা দেন।
আদেশে তিনি জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারের দুইজন করে সদস্য আগামী বছর বাদশাহর মেহমান হিসেবে হজ করার সুযোগ পাবেন।
আর যারা আহত হয়ে চলতি বছর হজ সম্পন্ন করতে পারছেন না, তারাও বাদশাহর মেহমান হিসেবে আগামী বছর হজ করতে পারবেন।
আহত অবস্থায় যারা সৌদি আরবের হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সঙ্গে দেখা করার জন্য স্বজনদের ভিজিট ভিসা দেওয়া হবে বলেও বাদশাহর আদেশে জানানো হয়।
গত ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল-হারামের সম্প্রসারণ কাজের জন্য রাখা একটি ক্রেন উল্টে ১১১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। ওই ঘটনায়
মন্তব্য করুন