সংশোধিত শ্রম আইন সংসদের পাসের ২৭ মাস পর বুধবার এই বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমসচিব মিকাইল শিপার।
তিনি সাংবাদিকদের বলেন, “বিধিমালায় শ্রমিকদের বছরে দুটি বোনাস দেওয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া আউটসোর্সিং এবং এক্সপোর্ট অরিয়েনটেড কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনা হয়েছে।
“আশা করি শ্রম আইন বাস্তবায়নে আর কোনো বাধা থাকবে না। সব ধরনের জটিলতার অবসান হবে।”
৫০ জনের বেশি শ্রমিক আছে এমন কারখানার জন্য শ্রম বিধিমালার আওতায় একটি ‘সেফটি কমিটি’ হবে জানিয়ে সচিব বলেন, এই কমিটি শ্রমিকদের নিরাপত্তার সার্বিক বিষয়গুলো দেখবে। কমিটিতে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা থাকবেন।
মিকাইল শিপার জানান, বিধিমালায় রপ্তানিমুখী শিল্পের আয়ের শূন্য দশমিক ০৩ শতাংশ দিয়ে মালিক-শ্রমিকদের জন্য একটি তহবিল গঠনের কথাও বলা হয়েছে।
নতুন বিধিমালায় ১৯টি অধ্যায়ে ৩৬৭টি বিধি এবং তাতে সাতটি তফসিল রয়েছে।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিকের পর সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানিতে আন্তর্জাতিক মহলের অসন্তোষের মুখে ২০১৩ সালের ১৫ জুলাই শ্রম আইন সংশোধন করে সরকার।
২০০৬ সালে শ্রম আইন করা হলেও আইনটি বাস্তবায়নে গত সাত বছরে কোনো বিধিমালা না হওয়ায় বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছিল। এরপর সরকার শ্রম আইন সংশোধন করলে বিধিমালা প্রণয়নের জোর দাবি ওঠে।
শ্রম বিধিমালার প্রকাশ হওয়ায় সন্তোষ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র।
বুধবার গেজেট প্রকাশের পর এক অনুষ্ঠানে বক্তব্যে সরকারকে ধন্যবাদ জানান ঢাকায় ইইউর মিশন প্রধান পিয়ের মায়োদন।
“আমি এখনও এটি পড়ে দেখিনি, তবে সঠিক পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ,” বলেন তিনি।
পড়ার সুযোগ এখনও না পেলেও ঢাকায় যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মেলে সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি একটি মাইলফলক।
মন্তব্য করুন