শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
বার্তাপরিবেশক
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, কক্সবাজার শহর শাখার পরিচিতি সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার সন্ধ্যায় ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে কমিটির সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেন-আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শহর পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন গুহের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দিপক শর্মা দিপু, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক দাশ, চকরিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক তপন কান্তি দাশ ও জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা বিশ্বজিত পাল বিশু। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শহর পূজা কমিটির সহ-সাধারণ সম্পাদক রানা ভট্টাচার্য্য। সভায় শহর পূজা উদ্যাপন পরিষদের নব-গঠিত কমিটির সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং শহরের বিভিন্ন পূজা মন্ডপে সভাপতি/সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন