মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
এস.এম.ছগির আহমদ আজগরী পেকুয়া ॥
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার। গতকাল ১২অক্টোবর সোমবার দুপুরে তিনি এ পরিদর্শনে আসেন। জানা যায়, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সাহাবউদ্দিন ফরায়েজীর লাশ উদ্ধার ঘটনায় মামলা রুজুর দু’দিনের মাথায় কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন।
এদিন বিকাল ৩টায় তিনি পেকুয়া সফরে এসেই প্রথমে তিনি সরাসরী সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে পিও ভিজিট সম্পন্ন শেষে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এসময় জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথের সাথে ছিলেন, কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) মোঃ মাসুদ আলম, পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) মোঃ আবদুর রকিব, ওসি(তদন্ত) মোঃ শহিদউল্লাহ, পেকুয়া থানার সাব ইনস্পেক্টর মোঃ নাজির, নিহত আওয়ামীলীগ নেতা শাহাবউদ্দিন ফরায়েজীর পুত্র মামলার বাদী ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ফরায়েজী, নিহতের ভাগ্নে টইটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.জাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ। পরে, জেলা পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ পেকুয়া থানায় ফিরে কিছুক্ষন অবস্থান নিয়ে নিহত আ’লীগ নেতা ফরায়েজী পরিবারের সাথে সাক্ষাত করে খোঁজ খবর নেন ও শান্তনা জানান। সর্বশেষ সন্ধ্যা ৭টার পর তিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।
মন্তব্য করুন