রবিবার, ২৮ মে ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত নয় বলে মনে করেন ৫০ ভাগ নারী জনপ্রতিনিধি। অন্যদিকে ৪৮ ভাগ নারী জনপ্রতিনিধি মনে করেন, এ নির্বাচন দলীয়ভাবে হতে পারে। অর দুই ভাগ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন।
খান ফাউন্ডেশন নামের একটি সংগঠন সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। গবেষণায় এক হাজার ১৮৬ জন নারী জনপ্রতিনিধির মতামত নেয়া হয়।
গবেষণা প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন খান ফাউন্ডেশনের কর্মকর্তা মোরশেদ আলম। প্রতিবেদনে বলা হয়, ৫১ দশমিক ৯ ভাগ নারী জনপ্রতিনিধি পুরুষ সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন না। ৩০ দশমিক ৩ ভাগ নারী বলেছেন, পুরুষ সহকর্মীরা মুখে বললেও কাজের ক্ষেত্রে তাদের সহযোগিতা করেন না। মাত্র ৫ দশমিক ৭ ভাগ বলেছেন তারা কিছুটা সহযোগিতা পাচ্ছেন। শূন্য দশমিক ৩ ভাগ নারী জনপ্রতিনিধি বলেছেন তারা পুরুষ সহকর্মীর কাছ থেকে পুরো সমর্থন পাচ্ছেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকারের পরিচালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য হামিদা হোসেন, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান খান, ডেমোক্রেসি ওয়াচের প্রধান নির্বাহী তালেয়া রেহমান প্রমুখ।
সূত্র-কালের কণ্ঠ
মন্তব্য করুন