বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
আলোকিত কক্সবাজার ডেক্স॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখরের দাদী মোছা. শামসুন্নাহার মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মাগুরা শহরের ঢাকার রোডের বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর।
তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের মরহুম মওলানা হাবিবুর রহমানের স্ত্রী ও মাগুরা আসনে চার বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামানের মা।
মরহুমার নাতি অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু বাংলানিউজকে জানান, সোমবার বাদ আসর জানাজা শেষে মাগুরা ভায়নারমোড় পৌর গোরস্থানে তার দাদীর মরদেহ দাফন করা হবে।
স্বজন ও এলাকাবাসীকে জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন