শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ন্যাটো সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনী এক বিবৃতিতে শনিবার এ কথা জানালেও সোমবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়। নিহতদের মধ্যে যুক্তরাজ্যের রাজকীয় বিমানবাহিনীর (আরএএফ) দুজন সদস্যও রয়েছেন। কাবুলের একটি সাপোর্ট ক্যাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।
মার্কিন সেনাবাহিনী বিবৃতিতে নিহতদের পরিচয় যায়নি। এতে বলা হয়েছে, যৌথ বাহিনী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। এ নিয়ে চলতি মাসে আফগানিস্তানে দুর্ঘটনায় সাত বিদেশি সেনা নিহত হলো। এর আগে গত ডিসেম্বরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত মার্কিন ও চার আফগান সেনা নিহত হয়। চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী প্রত্যাহারের কথা রয়েছে।
সূত্র-কালের কণ্ঠ
মন্তব্য করুন