১২ অক্টোবর ২০১৫, সোমবার। ২৭ আশ্বিন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৪৯২ – কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছান। আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়।
• ১৯৬৮ – ঘানা স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
• ১৯৯৯ – পাকিস্তানের সেনা বাহিনী প্রধান জেনারেল পারভেজ মোশাররফ এক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অপসারণ করে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন।
• ১৯৯৯ – টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করা হয়।
জন্ম
• ১৮৬৪ – প্রথিতযশা বাঙালি কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায়।
• ১৮৯৬ – নোবেলজয়ী ইতালীয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল।
• ১৯২৪ – স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম।
•
মৃত্যু
• ১৯২৪ – ফরাসি লেখক আনাতল ফ্রাঁর মৃত্যু।
তথ্যসূত্র: ইন্টারনেট।