রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনা গ্রামের দরিদ্র কৃষক গিয়াস উদ্দিনের ছেলে শিশু শ্রমিক মো. আরকান মিয়া (১৩) নিখোঁজের ১১দিনেও মিলেনি সন্ধান। এনিয়ে ওই শিশুটির পরিবার রয়েছে চরম উদ্বেগ উৎকন্ঠায়।
নিখোঁজ শিশু শ্রমিকের পরিবার সূত্রে জানা যায়, গত ১অক্টোবর বৃহস্পতিবার দুপুরে বারবাকিয়া বাজারস্থ শাহাদাত হোসেনের মালিকানাধীন মেসার্স রওশন ইঞ্জিনিয়ারিং নামের এক ওয়ার্কসপের দোকানে কর্মরত থাকা অবস্থায় সে নিখোঁজ হয়। পরে, ওয়ার্কসপ মালিক বিষয়টি মোবাইলের মাধ্যমে আরকানের পরিবারকে অবহিত করেন। এরপর পরিবারের সদস্যরা নিখোঁজ আরকানের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি সন্ধান। নিখোঁজ শিশু শ্রমিক আরকানের পিতা গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, বারবাকিয়ার ওয়ার্কসপ থেকে নিখোঁজ হওয়ার পর তার ছেলেকে অনেক খোঁজাখুজি ও আত্মীয়-স্বজনদের সাথেও যোগাযোগ করে সন্ধান পাননি। তিনি তার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া গেলে বা সন্ধান পেলে ০১৮২৫-৪৪৪৭৬৮/০১৮১১-৯২৩৪২৮ মোবাইল নাম্বারে জানানোর জন্য নিখোঁজ আরকানের পিতা অনুরোধ জানান। এ বিষয়ে নিখোঁজের পরিবার থানায় সাধারণ ডায়েরী রুজুর প্রস্ততি নিচ্ছেন বলে মন্তব্য করেন।
মন্তব্য করুন