বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

পেকুয়ায় দু’টি লাশ উদ্ধার

পেকুয়ায় দু’টি লাশ উদ্ধার

অনলাইন বিজ্ঞাপন

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় পৃথক স্থান থেকে ফের দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। গত ১০ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে গত ১১ অক্টোবর রবিবার সকাল ৯টার দিকে বিদ্যুত ষ্পৃষ্ট হয়ে অপর এক ব্যবাসয়ী নিহত হয়েছেন। ওই দিন সকালে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকায় বিদ্যুত ষ্পৃষ্টের এ ঘটনাটি ঘটেছে। নিহত ওই ব্যক্তির নাম ফরিদুল আলম (২৫)। তিনি ওই এলাকার নুরুজ্জামার পুত্র। পেশায় আইসক্রিম বিক্রেতা বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন ওই দিন সকালে পশ্চিম বাইম্যাখালী কবরস্থান সংলগ্ন বাড়ি থেকে ফরিদ একটি বৃক্ষ কর্তন করছিলেন। এ সময় পল্লী বিদ্যুতের একটি তার ওই গাছের সাথে জড়ায়। এতে বিদ্যুত ষ্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে প্রান হারান। পরে ্স্থানীয়রা তাকে পেকুয়া ডাক্তার মুজিবুর রহমানের ক্লিনিকে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে গত শনিবার সড়ক দুর্ঘটনায় সজল বাবু (৪০) নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নাজিরমুড়া এলাকার অপুর্ব বাবুর পুত্র বলে জানা গেছে। ওই দিন তিনি পেকুয়া বাজার থেকে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় মগনামা-চকরিয়া সড়কের সদর মিয়া পাড়া মধু মাঝির বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে সজল গুরুতর আহত হন। পরে তাকে মুমর্ষ অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। জানা গেছে পেশায় শীতল পাটি ব্যবসায়ী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM