সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি॥
শহরের গোলদীঘির পাড় নিবাসী মরহুম হাজী আলী চাঁন্দ এর পুত্র এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য গোলাম কুদ্দুছ এডভোকেট ১১ অক্টোম্বর-২০১৫ইং রবিবার বিকেল ৩.৪০ মিনিটের সময় সিএসসিআর ক্লিনিক চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। এসময় তিনি পুত্র, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১২ অক্টোবর সোমবার দুপুর ২টার সময় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুম গোলাম কুদ্দুছ এডভোকেট এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব গোলাম কুদ্দুছ এডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি এডভোকেট এ.কে আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক খান কায়সার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন