সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

আইএস বিরোধী যুদ্ধে আসাদের কোনও ভূমিকা নেই : রাশিয়াকে যুক্তরাষ্ট্র

আইএস বিরোধী যুদ্ধে আসাদের কোনও ভূমিকা নেই : রাশিয়াকে যুক্তরাষ্ট্র

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজর ডেক্স:
ওয়াশিংটন মঙ্গলবার রাশিয়াকে সতর্ক করে বলেছে, ইসলামিক স্টেট(আইএস) গ্রুপের বিরুদ্ধে জোট বাহিনীর হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোন ভুমিকা নেই। দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবশ্যই তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
image_269471.2015-09-16_3_32145মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে টেলিফোনে আলোচনাকালে সিরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান আবারো তুলে ধরেন।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসাদ সরকারের প্রতি সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র-দপ্তরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কেরি নিশ্চিতভাবে জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদের প্রতি রাশিয়ার অব্যাহত এই সমর্থন দেশটিতে চলমান সংঘাত দীর্ঘায়িত করার ঝুঁকি সৃষ্টি করছে এবং জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিন্ন লক্ষ্যকে দূর্বল করছে।’
কেরি দৃঢ়ভাবে বলেন, ‘৬০টিরও বেশি দেশের সমন্বয়ে গঠিত জোটকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছে তাতে আসাদের কোন স্থান নেই। আসাদ কখনই এই জোটের একজন বিশ্বাসযোগ্য সদস্য হতে পারবেন না। আইএসআইএল জঙ্গিদের মোকাবিলায় রাশিয়ার যে কোন গঠনমূলক ভূমিকাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আলোচনাকালে কেরি সামরিক উপায়ে সিরিয়ার সংঘাত নিরসন সম্ভব নয় বলে জানান। শুধুমাত্র আসাদকে সরিয়ে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। সূত্র-কালেরকন্ঠ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM