রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥
কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড: একে এম আহম্মদ হোসেন বলেছেন, যেকোন মূল্যে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজী’র খুনিদের আইনের আওতায় আনা হবে। কোন অপশক্তি খুনিদের রক্ষা করতে পারবেনা। আজ রবিবার বিকেলে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধা অথিতি’র বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি আরো বলেন বর্তমান সরকার যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি চক্র বারবার দেশকে পশ্চাদে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, শুধু ফরায়েজী হত্যা নয় কক্সবাজার জেলায় আইন শৃঙ্খলা পরিবশে সুষ্ট, সুন্দর ও শান্তি রক্ষার্থে করতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন, সংসদ সদস্য সায়মুম সরওয়ার কমল, বিশেষ অথিতি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড: রণজিত দাশ, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল। এতে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, সহ-ক্রিড়া সম্পাদক লুৎফুর রহমান আযাদ, ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার, পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগ সাভাপতি সিরাজুল মোস্তফা আলাল, কক্সবাজার শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী, সদর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি একরামুল হুদা, শ্রমিকলীগের আহবায়ক মো: আব্দুল্লাহ, সাবেক ছাত্রনোত মো: রিয়াদ, ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি নওশাদ মাহমুদ প্রমুখ।
মন্তব্য করুন