মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন সোহেল চৌধুরী (৩৬) নামে এক প্রকৌশলী। মহানগরীর কোতয়ালী থানার নূর আহমদ সড়কের রাবেয়া রহমান গলিতে রবিবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। বড় ভাই সোহেল আর্কিটেক ইঞ্জিনিয়ার ছিলেন। ছোট ভাই রায়হান চৌধুরী রানা (২২) একাদশ শ্রেণীর ছাত্র। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ছোট ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
ওসি মো. জসিম উদ্দিন জানান, কলেজে না যাওয়ার জন্য ছোট ভাই রায়হান চৌধুরী রানাকে শনিবার রাতে বকাঝকা করেন বড় ভাই। রবিবার সকালে কলেজে যাওয়ার জন্য ছোট ভাইকে ডাকতে তার রুমে যান বড় ভাই। এ সময় ছোট ভাই রানা চৌধুরী আগে থেকেই দা হাতে রুমে অবস্থান করছিলেন। বড় ভাই সোহেল রুমে গেলে ছোট ভাই দরজা বন্ধ করে তাকে কুপিয়ে হত্যা করেন।
সূত্র-কালের কণ্ঠ
মন্তব্য করুন