বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
তিনি বলেন, শিশুশিক্ষা মানেই এক গাদা বই কাঁধে দিয়ে শুধু পড় পড় বললেই হবে না। এর নাম পড়াশুনা নয়। সারাক্ষণ যদি পড় পড় বলা হয় তাহলে মনোযোগ হারিয়ে যাবে। শিশুদের পড়াটাকে দায়িত্ব হিসেবে বোঝাতে পারলে তারা পড়বে। শিশুদের স্কুলে ভর্তি হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তবে, তাদের লেখাপড়া করানোর জন্য পিঠে একগাদা বই চাপিয়ে দিয়ে সারাক্ষণ পড়ো পড়ো পড়ো বলে পড়ার জন্য চাপ দেওয়া গ্রহণযোগ্য নয়। তাদের খেলাধুলারও সুযোগ থাকতে হবে। শৈশবে আমাদেরও যখন সারাক্ষণ পড়তে বলা হতো, আমাদেরও খারাপ লাগতো।
শেখ হাসিনা বলেন, আমরা এখন মাথা উঁচু করে চলি। কারও কাছে মাথা নত করি না। সে কারণে আমাদের পুরোপুরি শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে হবে। শিশুদের প্রতিটি অধিকার যেন সুনিশ্চিত হয় সে বিষয়ে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রতিটি শিশুই স্কুলে যাবে, মেধাবিকাশের সুযোগ পাবে। সে সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। একটি শিশুও ঝরে পড়বে না। তিনি বলেন, বাচ্চাদের খেলার মাঠের ব্যবস্থা, খোলামেলা জায়গা রাখতে হবে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস আমাদের শিশুদের জানাতে হবে।
মন্তব্য করুন