মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

মিস ওয়ার্ল্ড বিকিনি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি

মিস ওয়ার্ল্ড বিকিনি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি

অনলাইন বিজ্ঞাপন

আলোকিত কক্সবাজার ডেক্স ॥

প্রথম নজর কাড়েন ‘প্লে বয়’ ম্যাগাজিনের কভারে ন্যুড ছবিতে। সেই থেকে মডেলিং দুনিয়ায় রীতিমতো চর্চায় থেকেছেন নিকিতা গোখেল। এ বছর মিস ওয়ার্ল্ড বিকিনি ইন্টারন্যাশনাল সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নিকিতা। চলতি মাসের ১৭ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইউরোপে।
নাগপুরের মেয়েটি নানা কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন বার বার। মডেলিং ইন্ডাস্ট্রি নিয়ে নিকিতার বক্তব্য, ‘উচ্চতা থাকলেই মডেল হওয়া যায়, এ ধারণা একেবারেই ঠিক নয়। প্রতিভা থাকা সকলের আগে প্রয়োজন।’ বলিউডে নজর থাকলেও এখনও তেমন কোনও অফার আসেনি। তবে আগামী কিছু দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তাঁর প্রথম মারাঠি ছবি ‘কলেজ’।
সোশ্যাল মিডিয়ায় নিকিতা রীতিমতো অ্যাক্টিভ। বিভিন্ন বিষয় নিয়ে মতামত, নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করতে থাকেন তাঁর অনুরাগীদের সঙ্গে। সেখানেই নিকিতা দাবি করেছেন, হলিউড থেকে তাঁর কাছে বেশ কিছু অফার আসে। তবে আপাতত আসন্ন প্রতিযোগিতা নিয়েই ভাবতে চান তিনি।

সূত্র: এই সময়


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM