শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন
আলোকিত কক্সবাজর ডেক্স:
রিপাবলিকানদের অভিবাসনবিরোধী মনোভাব ‘আমেরিকান চেতনার পরিপন্থী’-এ মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ না করলেও তাঁর অভিযোগের আঙুল বিরোধীদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দিকে বলেই মনে করা হচ্ছে। রিপাবলিকান শিবিরের সবচেয়ে জনপ্রিয় এই নেতা সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণায় অভিবাসনবিরোধী নানা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
গত সোমবার আইওয়া অঙ্গরাজ্যের এক সমাবেশে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন যে অভিবাসনবিরোধী মনোভাবের প্রকাশ দেখা যাচ্ছে, তা আমাদের পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, আপনি আমেরিকার বাসিন্দা হিসেবে পরিচিত হলেও আপনার পরিবার (পূর্বপুরুষ) অন্য কোথাও থেকে এখানে এসেছিল।’
সম্প্রতি ট্রাম্প এমন মন্তব্যও করেন, ‘মেক্সিকো আমেরিকায় ধর্ষকসহ নানা ধরনের অপরাধী পাঠাচ্ছে।’ এ বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে ওবামা বলেন, ‘আইনগতভাবে সুসংগত অভিবাসন ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে তর্কবিতর্কের অবকাশ আছে।’ কিন্তু যখন এমন ধরনের কথাবার্তা চলে যে ওই সব বাচ্চা (অভিবাসী বাবা-মায়ের সন্তান) আমার বাচ্চার থেকে আলাদা অথবা ঈশ্বরের চোখে তারা কম মূল্যবান, সুতরাং তারা আমাদের সম্মান, গুরুত্ব ও যত্নআত্তি কম পাবে-আমার বিবেচনায় এমন চিন্তাভাবনা আমেরিকান চেতনার পরিপন্থী। সূত্র-কালেরকন্ঠ
মন্তব্য করুন