বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিল্পীদের চিত্রকর্মদের মধ্য দিয়ে জাতীর ভাবার্দশের কথা ফুটিয়ে তুলতে পারে
স্টাপ রিপোর্টার মহেশখালী॥
মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও মহেশখালী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, শিল্পীদের চিত্রকর্মদের মধ্য দিয়ে জাতীর ভাবার্দশের কথা ফুটিয়ে তুলতে পারে। মহেশখালীর উদীয়মান তরুন চিত্রশিল্পী মংলাওয়ান জাতীয় পুরস্কারপ্রাপ্ত হয়ে মহেশখালীর সুনাম বৃদ্ধি করেছে। পাশাপাশি চিত্র শিল্পী আর.করিম ও তার চিত্রকর্ম দিয়ে জাতির চেতনাকে ফুটিয়ে তুলতে এগিয়ে যাচ্ছে। তিনি মহেশখালীতে ২ উদীয়মান তরুন চিত্রশিল্পীর ২ দিন ব্যাপী ২য় বারের মত যৌথ চিত্র প্রর্দশনীর উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন। গতকাল দুপুর ১২ টায় মহেশখালী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ওপেন আর্ট সংগঠন আয়োজিত এই চিত্র প্রর্দশনীর উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক কমরেড দিলীপ দাশ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, প্রধান বক্তা ছিলেন মহেশখালী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.আজিজুর রহমান বিএ, অধ্যাপক কানু কুমার চৌধুরী, অধ্যাপক আশিষ চক্রবর্তী, অধ্যাপক আহমদ কবির, প্রভাষক মোস্তফা কামাল সোহাগ, প্রভাষক এহছানুল করিম,শিক্ষক লায়েক হায়দার, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ, সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হালিমুর রশিদ, মোবারেক হোসেন বারেক, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হাকিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আমিনুল হক। চিত্র শিল্পী মংলাওয়ান ও আর করিমকে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করেন প্রধান অতিথি ।
মন্তব্য করুন