শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

মালুমঘাট বনবিভাগের জায়গা দখল নিতে গাছ কর্তন!

মালুমঘাট বনবিভাগের জায়গা দখল নিতে গাছ কর্তন!

অনলাইন বিজ্ঞাপন

ডুলাহাজারা প্রতিনিধি॥
চকরিয়া উপজেলার মালুমঘাট বাজার এলাকায় বন বিভাগের জায়গা দখল নিতে বড় বড় ঢাকি জাম গাছ কেটে ফেলেছে প্রভাবশালীরা।
গত ৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটেছে এ গাছ কাটার ঘটনা। সরজমিনে গিয়ে দেখা যায়, মালুমঘাট চা-বাগান রাস্তার পার্শ্বে বাজারের পূর্বে ১৯৫৪ সালে রূপণকৃত জাম বাগান থেকে ১টি বড় ঢাকি জাম গাছ কেটে ফেলে দখল বাজরা। মালুমঘাট বাজার এলাকায় গাছ কাটার খবর পেয়ে স্থানীয় ডুলাহাজারা বনবিট অফিসার সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালী গাছটি উদ্ধার করে অফিসে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার নুর হোসেন নামে এক ব্যক্তিকে গাছ কাটার সময় তারা দেখেছেন। স্থানীরা আরো জানান, দখলবাজরা গত কয়েকমাস ধরে এখানে ঘর ও মার্কেট নির্মাণ করার জন্য ইট এবং কংকর মজুদ করে রেখেছিলেন। এ সব কাজ চালিয়ে যেতে গাছ কেটে জায়গা খালী করা হচ্ছে বলে সূত্রে জানা যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

নিবন্ধনের জন্য আবেদিত
Desing & Developed BY MONTAKIM